কবিতা

 যাত্রা........
জয়শ্রী কা
*************
দীর্ঘ, অতি দীর্ঘ তপ্ত নিদাঘবেলা
পার হ'য়ে যায় মোর মনসিজ ভেলা ।
প্রাতঃকালে ছিল রবি মধুর কোমল,
নিদাঘে দারুণবাণে হ'ল দাবানল ।
বাতাসের কত খেলা সবুজের গায়,
মাঝখানে তরী মোর ব'য়ে চলে যায় ।
থোকা থোকা ঘাসফুল তটভূমি ভরা,
তটিনীর গায়ে তার শ্বেতদল ঝরা ।
নীলাকাশে তপ্তবেশ, রুদ্ররূপ আঁকা,
টলমল জলে তারই ছায়া আঁকাবাঁকা ।
আছে যত মনোহরা, ভরি তরীখানি,
অন্তরে তারও বেশী রাখি সব ছানি' ।
******************  **********

 
শুভ সকালের অপেক্ষায়
-শতরূপা সান্যাল
*************
মেঘে মেঘে কত বেলা হল, টের পাও?
সারাটা আকাশ ঢেকেছে ধূসর ধোঁয়া
সূর্য দেখেনি কতকাল এই দেশ-
মৃত্যু এখানে বেহিসেবি বেপরোয়া ।
যৌবন খেলে সাপ লুডো একা একা
অথবা সদলে নেশার গোলোক ধাঁধায়
অপমান করে নিজেদের প্রতি পদে
যৌনতা খোঁজে বিবেককে দিয়ে বাঁধা !
এভাবে যাবেনা চিরকাল মেঘে মেঘে
প্রখর সূর্য ছিঁড়বেই ওই জাল
হায়নারা সব পালাবে অন্ধকারে
মানুষ বলবে, বন্ধু, শুভ সকাল !
******************  **********

মাঝরাতের ডায়রিতে
 সায়ক চক্রবর্তী

আমি যদি কোনোদিন তার, আপনতম অধিকার হতে চেয়েছি
মাঝরাতের ডায়রিতে শুধু হিসেব খুঁজে পাতা ওলটাই,
তার থেকে কতটুকু আমি পেয়েছি
সে একপশলা বৃষ্টি হতে পারত, ঝরে পড়ত অবেলায়
সে মেঘ হত, মেঘবালিকা হত, সঙ্গি হত রোদ-ছায়ার খেলায়
সে গান হত, তার সুর শিখে, শিখে নিতাম পথচলা
তার সাথে ঘর করতাম, চলত দুখঃসুখের কথাবলা
চলত যা চেয়েছি, যা চলার কথা ছিল না কোনোদিন
তার সাথে সম্পর্কের আরেক নাম, আমি আজ স্বাধীন

আমি যদি কোনোদিন তার, গোপনে কাঁদার অধিকার হতে চেয়েছি
মাঝরাতের ডায়রিতে শুধু হিসেব খুঁজে পাতা ওলটাই,
তার কান্নায় কতটুকু আমি রয়েছি...

No comments:

Post a Comment